বাংলারজমিন
রূপগঞ্জে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীররাতে উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার তারাবো পৌরসভার রসুলপুর এলাকার মৃত করম আলীর ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাত সোয়া ২টার দিকে রসুলপুর এলাকায় পলাশের কয়েল কারখানার পাশে রাজমিস্ত্রি সুমনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমনকে নির্মমভাবে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনো জানা যায়নি। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলছে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।