ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

১৪ টিভি সঞ্চালককে বয়কটের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, তারা কারা?

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৬ অপরাহ্ন

টিভির ১৪জন সংবাদ সঞ্চালককে বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট তাকে কেন্দ্র করে ভারতজুড়ে হইচই শুরু হয়ে গেছে। বিজেপি জানিয়েছে, কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার যে পরিকল্পনা করেছিল তা আবার ফিরে আসছে। ইন্ডিয়া জোটের সাফ বক্তব্য এই ১৪ সাংবাদিক যেভাবে দিনের পর দিন তাদের শো-এর মাধ্যমে বিজেপির নির্লজ্জ স্তুতি এবং ইন্ডিয়া জোটকে বেলাগাম আক্রমণ করছেন তাতে এদের বয়কট করা ছাড়া অন্য কোনও উপায় নেই। বয়কটের অর্থ হলো- ইন্ডিয়া জোটের ৩৬টি রাজনৈতিক দল এদের অনুষ্ঠানে আর কোনও প্রতিনিধি পাঠাবে না। সঞ্চলকরা বলেছেন - এটিকে তারা পুরস্কার হিসেবেই গ্রহণ করছেন। তাদের শো বন্ধ হবে না, যেমন চলার চলবে। যে ১৪জন সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইন্ডিয়া জোট তারা হলেন- অর্ণব গোস্বামী ( রিপাবলিক টিভি ), সুধীর চৌধুরী ( আজতক ), নাভিকা কুমার ( টাইমস নাউ ), প্রাচী পরাশর ( ইন্ডিয়া টিভি ), আমিস দেবগন ( নিউজ এইটটিন ), শিব অরুর ( আজতক ), সুশান্ত সিনহা ( টাইমস নবভারত ), রুবিকা লিয়াকত ( ভারত 24 ), চিত্রা ত্রিপাঠি ( আজতক ), গৌরব সওন্ত ( আজতক ), আমান চোপড়া ( নেটওয়ার্ক এইটটিন ), আনন্দ নরসিংহন ( সি এন বি সি - নিউজ এইটটিন), অশোক শ্রীবাস্তব ( দূরদর্শন ) এবং অদিতি ত্যাগী ( ভারত )।

তাদের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের অভিযোগ- এদের শোগুলি ডিজাইন করা হয় বিজেপিকে তুলে ধরে ইন্ডিয়াকে কালিমালিপ্ত করার জন্য। তবে, এই বয়কটের ব্যাপারটি ইন্ডিয়া জোটে যে সর্বসম্মতিতে হয়েছে তা বলা যাবে না। বেগুসড়াইতে এক সমাবেশে বিহারের মুখ্যমন্ত্রী ও ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ সদস্য নীতিশ কুমার বলেন, বিষয়টি মিডিয়া সেলের সিদ্ধান্ত।  তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না। 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status