খেলা
হকির দলবদল অক্টোবরে
স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ঘরোয়া হকির সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লীগ। যা এখন অনিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের পর ২০২১ সালে অনুষ্ঠিত হয়। কিন্তু পরের বছর ফের বন্ধ। এক বছর ফের আলোচনায় প্রিমিয়ার হকি লীগ। অক্টোবরেরই প্রিমিয়ার লীগের দলবদল এবং নভেম্বরে খেলা শুরুর পরিকল্পনা করছে হকি ফেডারেশন। প্রিমিয়ার লীগ শুরুর অংশ হিসেবে ১২ ক্লাবকে লীগ কমিটিতে প্রতিনিধির নাম পাঠানোর চিঠি দিতে বলেছেন হকির কর্তারা। জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে দলবদল আয়োজন করতে চায় ফেডারেশন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব কাপ দিয়ে নতুন মৌসুমের খেলা শুরু হবে। ক্লাব কাপ শেষে কয়েকদিন বিরতি দিয়ে শুরু করা হবে প্রিমিয়ার লীগ। তেমন পরিকল্পনা নিয়েই কাজ চলছে। সূত্র আরও জানায়, ঊষা ক্রীড়া চক্র ফিরে আসায় এবারের প্রিমিয়ার লীগে থাকবে পূর্ণাঙ্গ জৌলুস। ঊষা ক্রীড়া চক্র সর্বশেষ প্রিমিয়ার লীগে খেলেছিল ২০১৬ সালে। ফেডারেশনের কোন্দলের জেরে ক্লাবটি অংশ নেয়নি ২০১৮ সালের প্রিমিয়ার লীগে। এপ্রিলে শেষ হওয়া প্রথম বিভাগ লীগে চ্যাম্পিয়ন হয়ে সাত বছর পর প্রিমিয়ারে ফিরেছে ঊষা ক্রীড়া চক্র। এদিকে এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে জাতীয় দলকে শুভ কামনা জানানো এবং হকি ফাইভ খেলে আসা নারী-পুরুষ দলকে সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। গত বৃহস্পডিতবার ওই আয়োজনে পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লীগের দ্বিতীয় সংস্করণের পাশাপাশি নারীদের লীগ আয়োজনে পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘পৃষ্ঠপোষকতা ইস্যুতে এইস যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে, তার কাজপত্র না থাকায় আমরা আইনিব্যবস্থা গ্রহণ করতে পারছি না। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টা দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।’