খেলা
হকির দলবদল অক্টোবরে
স্পোর্টস রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার
ঘরোয়া হকির সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লীগ। যা এখন অনিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালের পর ২০২১ সালে অনুষ্ঠিত হয়। কিন্তু পরের বছর ফের বন্ধ। এক বছর ফের আলোচনায় প্রিমিয়ার হকি লীগ। অক্টোবরেরই প্রিমিয়ার লীগের দলবদল এবং নভেম্বরে খেলা শুরুর পরিকল্পনা করছে হকি ফেডারেশন। প্রিমিয়ার লীগ শুরুর অংশ হিসেবে ১২ ক্লাবকে লীগ কমিটিতে প্রতিনিধির নাম পাঠানোর চিঠি দিতে বলেছেন হকির কর্তারা। জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে দলবদল আয়োজন করতে চায় ফেডারেশন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব কাপ দিয়ে নতুন মৌসুমের খেলা শুরু হবে। ক্লাব কাপ শেষে কয়েকদিন বিরতি দিয়ে শুরু করা হবে প্রিমিয়ার লীগ।
বিজ্ঞাপন