খেলা
‘পাকিস্তানের বিদায় লজ্জাজনক’
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

ফেভারিটের তকমা নিয়ে এশিয়া কাপে অংশ নেয় পাকিস্তান। তবে টানা দুই হারে সুপার ফোরেই থামলো ‘গ্রিন ক্যাপ’দের শিরোপা স্বপ্ন। বাবর-রিজওয়ানদের এমন বিদায়কে লজ্জাজনক বলছেন সাবেক পেসার শোয়েব আখতার।
নেপালের বিপক্ষে ২৩৮ রানের বড় জয়ে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এতে পয়েন্ট ভাগাভাগি করে সুপার ফোরে পৌঁছে পাকিস্তান ও ভারত। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় বাবর আজমরা। এরপরই খেই হারায় পাকিস্তান।
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হারে ‘ম্যান ইন গ্রিন’রা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে হেরে বিদায় নেয় পাকিস্তান। ম্যাচ শেষে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বলেন, ‘আপনারা ম্যাচ দেখেছেন। পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে গেছে।
শোয়েব আখতার বলেন, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না। পাকিস্তানের পেস আক্রমণ, পাকিস্তানের মিডল অর্ডার, স্পিন বিভাগ, ওপেনাররা ভালো না করা, ফখর জামানের ছন্দে না থাকা- এগুলো সবই আমার দেখতে খুব বিদঘুটে লেগেছে।’
এশিয়া কাপ ব্যর্থতার পরও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব বলেন, ‘তবু পাকিস্তান বিশ্বকাপে ফেভারিট। আমি দলকে সমর্থন দেবো।’
পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। তিনি বলেন, ‘কিন্তু পাকিস্তানের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অধিনায়কত্ব আরো ভালো হতে হবে। বিশ্বকাপ জিততে হলে তাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাদের জন্য শুভ কামনা রইলো।’