ভারত
বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ একদিন এগোলো
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৩, বুধবার, ৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন
ভারতে বিশ্বকাপ ক্রিকেটের ক্রীড়াসূচি বদলে গেল। ১৫ই অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচ নির্ধারিত ছিল আমেদাবাদে। কিন্তু, সেদিন গুজরাটিদের নবরাত্রির অনুষ্ঠান। আমেদাবাদ সহ গোটা গুজরাট মেতে থাকবে নবরাত্রি অনুষ্ঠান নিয়ে। পুলিশ পাওয়া দুষ্কর হবে। তাই, ম্যাচটি একদিন এগিয়ে আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি হবে ১৪ অক্টোবর।
কলকাতার ইডেন উদ্যানে কালীপুজোর রাতে খেলা পড়েছিল ইংল্যান্ড ও পাকিস্তানের। ওই রাতে পুলিশ পাওয়া সমস্যা হবে বলে ম্যাচটি একদিন এগিয়ে আনা হচ্ছে। কালীপুজোর আগের রাতে ইডেন দেখবে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ। এই দুটি ম্যাচসহ মোট ৯টি ম্যাচের দিনক্ষণ পরিবর্তনে সায় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।