ভারত
মণিপুরে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন, দুই কুকি বিধায়কের সমর্থন প্রত্যাহার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৫ অপরাহ্ন
মণিপুরে নতুন করে হিংসা ছড়ানোয় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার আরও ৮০০ নিরাপত্তা কর্মী পাঠালো। কেন্দ্রীয় বাহিনীর শক্তি বৃদ্ধি করা ছাড়াও সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে অ্যাম্বুশ অভিযানের। এদিকে দুই কুকি বিধায়ক বীরেন সিং সরকারের এনডিও সরকার থেকে এরিমধ্যেই সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। আরও কুকি বিধায়করা সমর্থন প্রত্যাহারের পথে। অন্যদিকে মেইতেইদের গণসংগঠন সরকারকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। দু’দলেরই অভিযোগ- সরকারি নিষ্ক্রিয়তার। এর ফলে বীরেন সিং সরকার সংকটে পড়তে পারে বলে অনুমান। কুকি ইন্ডিপেন্ডেন্ট আর্মি ভারতীয় সেনাবাহিনীকেও ছেড়ে কথা বলছে না। মোরাং এ সেনাবাহিনীর একটি ইউনিট আক্রান্ত হয়েছে কুকি ইন্ডিপেন্ডেন্ট আর্মি দ্বারা। ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের অস্ত্র লুন্ঠনে এই কুকি ইন্ডিপেন্ডেন্ট আর্মি জড়িত ছিল বলে পুলিশ অনুমান করছে।