ভারত
গুরুগ্রাম ও নূহতে দাঙ্গার পিছনে ফেসবুকের দুটি পোস্টার আর দুহাজার ভিডিও ক্লিপস
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৪ আগস্ট ২০২৩, শুক্রবার, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৪ অপরাহ্ন

গুরুগ্রাম ও নূহতে সম্প্রতি যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তার পিছনে ছিলো ফেসবুকে প্রচারিত দুটি পোস্টার এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাওয়া প্রায় দুহাজার ভিডিও ক্লিপস। হরিয়ানা সরকার নিযুক্ত তথ্য অনুসন্ধান কমিটি তিন দিনের তদন্তের পর এই কথা জানিয়েছে। এই দাঙ্গায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছে এবং সম্পদ ধ্বংস হয়েছে প্রচুর। এই ফেসবুক পোস্টার এবং ভিডিও ক্লিপস এর কথা প্রকাশ্যে আসতেই হরিয়ানা সরকার গুরুগ্রাম, নূহ, ফরিদবাদ এবং মানসেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলেও ততক্ষনে হিংসার বীজ ছড়িয়ে গেছে। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় এই হেট স্পিচ ছড়ানোর মূল অভিযুক্ত আদিল ও সহিদকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু ফেসবুকে শাহাদ গুরু গ্রন্থক নামে একটি পেজ চালু করে কারা ঘৃণা ছড়িয়েছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যে ব্রিজ মন্ডল জলাভিযান যাত্রার উদ্যোক্তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এই যাত্রা আক্রমণের মাধ্যমেই দাঙ্গা ছড়ায় সোমবার বিকেলে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]