বাংলারজমিন
মৌলভীবাজারে বৃষ্টির জন্য নামাজ ও দোয়া
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ জুন ২০২৩, শুক্রবারতীব্র তাপদাহ এবং অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়ে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকায় সালাতুল ইসতিসকা বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে। গতকাল সকালে শান্তিবাগের আশপাশের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। নামাজ শেষে প্রাকৃতিক দুর্যোগ অনাবৃষ্টি,খরা ও তীব্র গরম থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। এ সময় কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিরা বৃষ্টির জন্য দোয়া করেন। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে প্রতিদিনই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়া শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। গতকাল জেলা শহরের বৃষ্টির জন্য ওই নামাজ দোয়া আয়োজনের পরপরই শীতল বাতাসের সঙ্গে দেখা মেলে কাঙ্ক্ষিত বৃষ্টির। দীর্ঘদিন পর বৃষ্টি হওয়াতে অনেকটাই স্বস্তি পান স্থানীয় বাসিন্দারা। নামাজ ও দোয়ায় অংশগ্রহণকারী মুসল্লিরা বৃষ্টির দেখা পেয়ে আনন্দিত হন ও মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]