খেলা
অ্যাশেজ থেকে ছিটকে গেলেন লিচ
স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৩, মঙ্গলবারঅস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে বড় এক ধাক্কা খেলো ইংল্যান্ড। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গেলেন দলটির প্রথম পছন্দের স্পিনার জ্যাক লিচ। লর্ডসে শনিবার শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই চোট দেখা দেয় লিচের। স্ক্যানে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। আইরিশদের ১০ উইকেটে হারানো ম্যাচে লিচ নেন ৪ উইকেট।
২০১৮ সালে টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত এই সংস্করণে ৩৫ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন লিচ। খেলেছেন গত দুই অ্যাশেজ সিরিজেই। ২০১৯ সালে লিডসে ইংলিশদের ১ উইকেটের অবিশ্বাস্য জয়ের ম্যাচে বেন স্টোকসের সঙ্গে শেষ উইকেট জুটির অংশ ছিলেন তিনি। স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের ১৫ টেস্টেই খেলে লিচ উইকেট নেন ৪৫টি।
প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পান তিনি এই সময়েই, গত গ্রীষ্মে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড। পরদিনই লিচকে হারালো তারা।