ভারত
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলকে বাঁধতে ভারত ডিজিটাল আইনে সংশোধনী আনছে
বিশেষ সংবাদদাতা
(৩ সপ্তাহ আগে) ৩ জুন ২০২২, শুক্রবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়া, আরও পরিষ্কার করে বলা ভালো, ডিজিটাল জায়ান্ট গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার কে বাঁধতে ভারত ডিজিটাল আইনে সংশোধনী আনছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ইন্টারমিডিয়েটরি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড ঢেলে সাজানো হবে। প্রয়োজনে কেন্দ্র যে কোনও কনটেন্ট ব্লক করতে পারবে। অর্থাৎ, সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি খবরদারি আরও কড়া হবে। কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র বলেন, সরকারের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করা নয়, কিন্তু স্বাধীনতা পেয়ে এই মিডিয়ার অপব্যবহারও নয়। আপত্তিকর কনটেন্ট বন্ধ করার স্বাধীনতা সরকারের কাছে থাকা উচিত।
কেন্দ্রীয় সরকার মনে করছে হিংসা ছড়ানো অথবা ব্যাক্তিগত কুৎসা রটানোর জন্য এই মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। এর ফলে বিদেশি ডিজিটাল মিডিয়া প্লাটফর্মগুলির সঙ্গে সরাসরি সংঘাত লাগবে কি? মুখপাত্রটি জানান, সংঘাতের কোনও প্রশ্ন নেই কারণ আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার প্রথম অধিকার তো তাদেরই থাকছে। তাই আপত্তির কোনও কারণ নেই।
পাঠকের মতামত
Welcome to katar,,,, for their right decision.