ভারত
৩২ হাজার নারীকে ধর্মান্তর, ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ১ মে ২০২৩, সোমবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

ছবিটির পরিচালক একজন বাঙালি। সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটা নিয়ে সরকারিভাবে নিজের প্রতিবাদ এবং আপত্তির কথা জানালেন কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিতে বলা হয়েছে যে গোটা কেরালা রাজ্যটা হলো সন্ত্রাসবাদীদের সেফ হাভেন। শুধু তাই নয়, ছবিতে দেখানো হয়েছে কেরালার বত্রিশ হাজার মেয়েকে ধর্মান্তরের মাধ্যমে আইএস-এর সিরিয়া ও আফগানিস্তান এর ক্যাম্পে পাঠানো হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর একটি ফেসবুক পোস্টে বলেছেন- এগুলো সবই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অপপ্রচার। তারা কেরালাকে কালোভাবে দেখাতে চায়। কেরালায় নারীদের ধর্মান্তকরণ একটা সমস্যা হতে পারে, কিন্তু তা এত প্রকট নয়। তিনি দা কেরালা স্টোরি ছবিটাকে প্রপোগান্ডাস্টিক ফিল্ম বলে আখ্যা দিয়েছেন। পরিচালক সুদীপ সেন তা মানতে নারাজ।
পাঠকের মতামত
গতকাল কেরালার কংগ্রেস এমপি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী শশী থারুর বলেছেন যে মাত্র তিন জনের ধর্মান্তরিত হবার খবর তাঁর জানা আছে। কেরালা এক মাত্র ভারতীয় রাজ্য যেখানে বিজেপি এখনও কোন প্রভাব বিস্তার করতে পারেনি। ঘাপটি মেরে থাকা উগ্রবাদী পরিচালকদের দিয়ে ধর্মীয় বিদ্বেষপূর্ন ছবি বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এর আগে মিথ্যাচারে ভর্তি "কাশ্মীর ফাইল" বানানো হয়েছিল।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর একটি ফেসবুক পোস্টে বলেছেন- এগুলো সবই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অপপ্রচার। তারা কেরালাকে কালোভাবে দেখাতে চায়।তিনি দা কেরালা স্টোরি ছবিটাকে প্রপোগান্ডাস্টিক ফিল্ম বলে আখ্যা দিয়েছেন।আর খুজ নিয়ে জানেন এই পরিচালক সুদীপ সেন সে সংঘেরই দালাল চক্রের একজন আরে জন্য তা মানতে নারাজ।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]