ভারত
ক্রিকেট, হুল্লোড়, যৌনতা আর খানাপিনার যোগফল আইপিএল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

ভারতে বর্তমানে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কতোটা ক্রিকেট আর কতোটা ক্রিটেনমেন্ট, তাই নিয়ে প্রশ্নের উদয় হয়েছে। দিল্লি ক্যাপিটালস দলের এক খেলোয়াড় ফ্রাঞ্চায়সি পার্টিতে এক মহিলার সঙ্গে অভব্যতা করায় দিল্লি ক্যাপিটালস এর খেলোয়াড়দের জন্যে নতুন কোড অব কনডাক্ট রচনা করা হয়েছে। এই কোড অব কনডাক্ট অনুযায়ী রাত দশটার পরে কোনও ক্রিকেটার তার ঘরে মহিলা অতিথি নিয়ে যেতে পারবেন না। প্রয়োজনে হোটেলের কফি শপে অথবা লবিতে দেখা করা যেতে পারে।
ক্যাপিটালস এর কোড অব কনডাক্টে এই কথাও বলা আছে যে নিয়ম ভাঙলে শাস্তির কবলে পড়তে হবে। অর্থাৎ এই নির্দেশনামা জারি করে ক্যাপিটালস বুঝিয়ে দিল যে আইপিএল মানেই দেদার হুল্লোড়, সীমাহীন যৌনতা আর খানাপিনা। আইপিএলে কী ক্রিকেট নেই! অবশ্যই আছে। এই যে এতো তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে তাতো আইপিএল এর কল্যানেই। কিন্তু, পাশাপাশি আইপিএলকে কেন্দ্র করে বিনোদন ব্যবসায়ীদের রমরমা আইপিএলকে ক্রিটেনমেন্টে পরিণত করেছে। প্রতিটি ফ্রাঞ্চাইজি টিম এর সঙ্গে একটি করে ট্যুরিং কোম্পানি বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোম্পানির যোগ থাকা স্বাভাবিক। কিন্তু, এর সঙ্গে যুক্ত হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]