বাংলারজমিন
বিড়াল ছানা দেয়ার কথা বলে শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, প্রকাশ হওয়ার ভয়ে খুন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু আবিদা সুলতানার বিড়াল ছানার প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল। তাই কেউ বিড়াল ছানা দেবে বলে ডাকলেই ছুটে যেতো। আর এ সুযোগই কাজে লাগায়বাসার পাশের সবজি বিক্রেতা মো. রুবেল। গত ২১শে মার্চ বিকালে রুবেল আবিদাকে বিড়াল ছানা দেবে বলে তার সঙ্গে আসতে বলে। এরপর তাকে কৌশলে একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় শিশুটিকে গলাটিপে হত্যা করে। পরে রাতে মরদেহ বস্তায় ভরে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে দেয় ঘাতক রুবেল। এরপর মঙ্গলবার দিবাগত রাতে নগরীর পাহাড়তলী ওয়্যারলেস মুরগির ফার্ম এলাকা থেকে আবিদার মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভুক্তভোগী আবিদা সুলতানা (১১) পাহাড়তলীর কাজীর দীঘি এলাকার আবুল কাশেম ও বিবি ফাতেমার একমাত্র সন্তান। আর আসামি মোহাম্মদ রুবেল (৩৫) স্থানীয় মৃত আব্দুর নুরের পুত্র ও পেশায় সবজি বিক্রেতা।