অনলাইন
ইউএনওরা উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদের একচ্ছত্র ক্ষমতা হারালেন। হাইকোর্ট উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার হাসান এমএস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
পরে ব্যারিস্টার হাসান এমএস আজিম সাংবাদিকদের বলেন, ৩৩ ধারা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর উপজেলা প্রশাসন পরিচালনায় ইউএনও নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।
পাঠকের মতামত
দেশের প্রতিটি উপজেলায় উপজেলা চেয়ারম্যানগণকে একটু অগ্রণী ভুমিকা নিতে হবে, না হলে এর বাস্তবায়ন হবে না।
Don’t be happy still PM needs to agree to it! If he thinking it is not not good for her government she will change it by the Supreme Court. Supreme Court all are PM man’s
এই রায়ে উপজেলা পরিষদের ক্ষমতা যৎকিঞ্চিৎ জনগণের হাতে ফিরে এলো ।
এইবার খেলা জমবে।
বাংলাদেশের সাধারন ইউনিভার্সিটির মধ্যম শ্রেণীর মেধাবীরা হয় দাম্ভিক প্রশাসন ক্যাডার, অথচ সেই প্রশাসন ক্যাডারদের ধরাছোঁওয়ার বাইরের বহুগুন মেধাবী ডাক্তার ইনিঞ্জিনিয়াররা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার ক্যাডার। এ জন্যেই আমাদের দেশের এই অবস্থা ।
মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায়ও একজনের একচ্ছত্র কতৃত্ব বিরাজমান ।
সংসদের আইনের ব্যাখ্যার দায়িত্ব উচ্চ আদালতের । তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষন করে অন্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে ধারাটি অবৈধ হলে রায় দেন । এভাবেই যে কোন আইন দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে স্থায়ী রূপ পায় । অন্যভাবে বলা যায় আইন পূর্ণাঙ্গ রূপ পায় ।
প্রশাসনের লোকেরা অন্য কোন ক্যাডার নন ক্যাডার ডাক্তার,ইঞ্জিনিয়ার,বিচারক কাউকেই পাত্তা দেয় না। কারন তাদের দম্ভ তারা প্রশাসন অথচ অন্যান্য ক্যাডার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারকরা তাদের চেয়ে অনেক মেধাবী।
Very good judgement