বাংলারজমিন
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৬ মার্চ ২০২৩, রবিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মা’কে নিয়ে কটূক্তি করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া নয়াপাড়ার ৯৭/১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল-মামুন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মা’কে নিয়ে কটূক্তি করায় শুক্রবার রাতে কাজী রুবায়েত হাসান সায়েমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে সমপ্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, এলকোহলযুক্ত পানীয় ধারণের একটি বোতল থেকে মদ জাতীয় কিছু গ্লাসে ঢালছিলেন সায়েম। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মা’কে নিয়ে গালমন্দ করতে দেখা যায়।
পাঠকের মতামত
এবার চৌদ্দ বছরের জেল খাটুন। কি দরকার ছিলো বংগবন্ধুকে নিয়ে কটুক্তি করার, আর কোন কাজ ছিলোনা মনে হয় আপনার।