অনলাইন
ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
(২ মাস আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২২ পূর্বাহ্ন

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার মেহেদী হাসান ও বাসযাত্রী পারভেজ। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকে চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে কয়েক দফায় বাকবিতণ্ডা হয়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়।
রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ১২/১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিক সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
।
পাঠকের মতামত
বাস চালক গণ কবে বুঝবে একটি জীবন কত মূল্যবান ? এই সুপারভাইজার এর আয় হয়ত ছিল পরিবারের চলার একমাত্র সম্বল । তাছাড়া যাত্রী ও ছিলেন তার পরিবারের উপার্জন কারি । বেপরোয়া গতিতে চালিয়ে দুর্ঘটনা খবরে বলা হয় । এভাবে বেপরোয়া গতিতে চালক ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটিয়েকেন । ইচ্ছাকৃত দুর্ঘটনা কারীদের ফাঁসি দেওয়া উচিত । খুনি হিসাবে ।