বাংলারজমিন
প্রতিরক্ষা দেয়াল ছাড়াই বানিয়াচংয়ের গড়ের খাল খনন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহাসিক গড়ের খাল অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে। গাইড ওয়াল ও সীমানা নির্ধারণ না করে এই খালটি করায় পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে বলে মনে করছেন বানিয়াচংবাসী। সূত্র জানায়, বানিয়াচংয়ের চতুর্পাশে ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গড়ের খাল পুনর্খনন করার টেন্ডার প্রক্রিয়া সম্পাদন করে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় নেত্রকোনার জারিয়া বাজারের অসীম সিংহ নামে একটি প্রতিষ্ঠান। গত ২৮শে জানুয়ারি ওই খাল পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। তারপরই ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা তড়িঘড়ি করে গড়ের খালে এস্কেভেটর দিয়ে মাটি খনন শুরু করেন। খালের গভীরতা, প্রস্থ, গাইড ওয়াল না দিয়ে এমনকি সীমানা নির্ধারণ না করেই খাল খনন করতে থাকে। সদরের ৩নং ইউনিয়নের শরীফ উদ্দিন রোডের পাশে গড়ের খালে সরজমিন দেখা যায়, খালের উভয় পাশে মাটি ভরাট করে রাখার পর সেই মাটি পুনরায় একই জায়গায় গিয়ে পড়ছে। কোথাও কোথাও জমা করে রাখা মাটির স্তূপ রয়েছে উঁচু অথবা নিচু। গাইড ওয়াল না দিয়ে খাল খনন করায় অধিকাংশ জায়গায় উভয় পাশের মাটি নেমে পড়েছে। গত ২ দিন আগের অল্প বৃষ্টিতেই খালের দু’পাশের মাটি ভেঙে অনেক জায়গায় মাটি নেমে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অসীম সিংহ কয়েকদিন আগে মারা যাওয়ায় এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। তবে বর্তমানের খাল খনন দেখভালোর দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাবুল জানান, খাল খননের কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। তবে জায়গা অনুযায়ী একেক জায়গায় একেক ধরনের মাপ দিয়ে খনন করা হচ্ছে। তিনি আরও জানান, শিডিউলে আসলে কতো ফুট প্রস্থ কতো ফুট দীর্ঘ বা গভীরতা কতো ফুট করতে হবে সেটা উল্লেখ নেই।