ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে আগুন লাগিয়ে বনভূমি পুড়ানোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ মার্চ ২০২৩, রবিবার

বন বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা রেঞ্জের পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্টের সমনভাগ বিটে আগুন লাগিয়ে বনভূমি পোড়ানোর প্রতিবাদে মৌলভীবাজার শহরে মানববন্ধন হয়েছে। বন পোড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবিতে এবং সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংসের প্রতিবাদে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলার মানববন্ধন করেছে। গতকাল সকালে অনুষ্ঠিত মানববন্ধনে আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলার প্রধান সংগঠক রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও রাজিব সূত্রধর এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাজা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার সরকারি কলেজ সংগঠক ইমতিয়াজ হোসেন ইফতি। বক্তারা বলেন, দেশের বন, হাওর-বাঁওড় ধ্বংসের এক মহাযজ্ঞ চলছে। বিগত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলার বন বিভাগের বড়লেখা রেঞ্জের পাথারিয়া হিল রিজার্ভ ফরেস্টের সমনভাগ বিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে প্রাকৃতিক গাছ বাঁশ ও লতাপাতা আগুনে পুড়ে যায়। বিপুল পরিমাণ বাঁশ পোড়ানোর ফলে বন্য হাতির খাবার ধ্বংস হয়, বনে বসবাসরত প্রাণিরা অন্যত্র চলে গেছে। প্রাকৃতিক বন ধ্বংসের বিতর্কিত সামাজিক বনায়নের নামেই এই ধরনের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের আয়োজন চলছে। অসাধু বন কর্মকর্তা এবং  প্রভাবশালী মহলের যোগসাজশে বন ধ্বংসের এমন ঘৃণ্য কাজ সংঘটিত হচ্ছে। এ ছাড়া জুড়ি উপজেলায় পাথারিয়া সংরক্ষিত বনের লাটিটিলা এলাকায় প্রাকৃতিক গাছ বাঁশ কেটে সামাজিক বনায়নের নামে নতুন করে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ভারসাম্যহীন বাণিজ্যিক আকাশমণি গাছ লাগানো হয়। একের পর এক বনভূমি ধ্বংসের জন্য সংঘটিত কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সকল বিবেকবান মানুষকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, বাঁচাতে হবে এই দেশের বন-পাহাড়, হাওর-বাঁওড় ও জীববৈচিত্র্য।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status