বাংলারজমিন
ভেড়ামারায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারকুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা, এসএসসি শিক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ এবং ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ।