ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চিলমারীতে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
mzamin

চেয়ারম্যান কর্তৃক টিন আত্মসাতের আলোচনা না থামতেই ইট আত্মসাতের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি সদস্যসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলা নয়ারহাট ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিমের বিরুদ্ধে হাট শেডের ইট আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গুচ্ছ গ্রামের সরকারি টিন আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলেও ফল পাচ্ছে না স্থানীয়রা। জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকা বাজারের একতলাবিশিষ্ট হাট শেড ও পার্শ্ব রাস্তার প্রায় ২০ হাজার ইট ওই ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিম তার সহযোগী স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রামাণিককে নিয়ে তুলে ভাগবাটোয়ারা করে নেন। এ ঘটনায় স্থানীয়রা গত ৫ই মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এলাকার ফারুক মিয়া ও রুবেল হোসেনসহ অনেকে জানান, হাট শেড ও রাস্তাটি ব্রহ্মপুত্র নদের কাছাকাছি হওয়ায় নদে বিলীনের অজুহাতে ইটগুলো তুলে মসজিদে জমা রাখার কথা বলেন, আব্দুল হামিম ও আমির হোসেন। পরে তারা কৌশলে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন বলেও অভিযোগ এলাকাবাসী। স্থানীয় জিন্নাহ, সানোয়ার ও রেজাউল করিম বলেন, ইটগুলো তুলে প্রথমে স্থানীয় মসজিদে জমা রাখেন। পরে ওখান থেকে ইটগুলো তারা নিজ বাড়িতে নিয়ে যান।

বিজ্ঞাপন
ইটের বিষয় ইউএনও স্যারের নলেজেও আছে জানিয়ে ইউপি সদস্য আব্দুল হামিম বলেন, ঘর ভাঙা ও ইট তোলার জন্য কিছু লেবার খরচ হয়েছে এবং কিছু ইট হারিয়ে গেছে আর বাকি ইটগুলো যুবলীগ নেতা আমির হোসেন প্রামাণিকের জিম্মায় আছে। পরে আমির হোসেনের  মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এর আগে একই ইউপি’র চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে গুচ্ছ গ্রামের সরকারি কয়েক বান্ডিল টিন আত্মসাতের অভিযোগ করে স্থানীয়রা। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, নিলাম ছাড়া সরকারি সম্পদ দখলে নেয়ার সুযোগ নেই। তদন্ত টিম গঠন করা হবে, সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।    

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status