বাংলারজমিন
চিলমারীতে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
চেয়ারম্যান কর্তৃক টিন আত্মসাতের আলোচনা না থামতেই ইট আত্মসাতের অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইউপি সদস্যসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলা নয়ারহাট ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিমের বিরুদ্ধে হাট শেডের ইট আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গুচ্ছ গ্রামের সরকারি টিন আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলেও ফল পাচ্ছে না স্থানীয়রা। জানা যায়, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের ফেইচকা বাজারের একতলাবিশিষ্ট হাট শেড ও পার্শ্ব রাস্তার প্রায় ২০ হাজার ইট ওই ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিম তার সহযোগী স্থানীয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রামাণিককে নিয়ে তুলে ভাগবাটোয়ারা করে নেন। এ ঘটনায় স্থানীয়রা গত ৫ই মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এলাকার ফারুক মিয়া ও রুবেল হোসেনসহ অনেকে জানান, হাট শেড ও রাস্তাটি ব্রহ্মপুত্র নদের কাছাকাছি হওয়ায় নদে বিলীনের অজুহাতে ইটগুলো তুলে মসজিদে জমা রাখার কথা বলেন, আব্দুল হামিম ও আমির হোসেন। পরে তারা কৌশলে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন বলেও অভিযোগ এলাকাবাসী। স্থানীয় জিন্নাহ, সানোয়ার ও রেজাউল করিম বলেন, ইটগুলো তুলে প্রথমে স্থানীয় মসজিদে জমা রাখেন। পরে ওখান থেকে ইটগুলো তারা নিজ বাড়িতে নিয়ে যান।