ভারত
তিন থেকে ৩৮ নম্বরে গৌতম আদানি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০০ অপরাহ্ন

এ যেন ছিল রুমাল, হয়ে গেল বেড়ালের কাহিনী। ২৪শে জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার আগে গৌতম আদানি ফোর্বসের রিয়েল টাইম ট্র্যাকারে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ছিলেন তিন নম্বরে। তখন তার সম্পদের পরিমাণ ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। তারপর হিন্ডেনবার্গ রিপোর্টে শেয়ার কারচুপির অভিযোগ। স্বর্গ থেকে পতন। এখন ফোর্বসের তালিকায় গৌতম আদানি প্রায় সাড়ে ৩৩ বিলিয়ন ডলার নিয়ে ৩৮ নম্বর স্থানে। ব্লুমবার্গের তালিকায় ৪০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি অবশ্য ৩০ নম্বরে। মুকেশ আম্বানি ফোর্বস তালিকায় অষ্টমস্থানে আছেন ৮৪ বিলিয়ন ৩০ লাখ ডলার নিয়ে। আদানিদের মতোই আর একটি বাণিজ্য গ্রুপ ডুবছে। সেটি হলো বেদান্ত গ্রুপ। তাদের শেয়ারেও ভয়াবহ পতন দেখা গেছে।