ভারত
যুদ্ধ চলছেই, দিল্লি লক্ষ্য করে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৭ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৭ অপরাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিন ধরে হামলা ও পাল্টা হামলার অভিযোগ করছে দুই দেশ। শনিবার ভোররাত থেকে শ্রীনগর, জম্মু, রজৌরিতে শোনা যাচ্ছে পর পর বিস্ফোরণের আওয়াজ। জুম্মুতে ভোর ৫ টা থেকে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে। দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকেও পিছিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তাই আপাতত সাংবাদিক বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। ভারত-পাক সীমান্তের অন্তত ২৬টি জায়গায় ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে এমনটা ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, দিল্লি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানের ‘ফতেহ ১’ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে রুখে দিয়েছে ভারতীয় সেনা।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম এবং পাক সেনার জনসংযোগ বিভাগ প্রত্যাঘাতের বার্তা দিয়েছে। তাদের দাবি, শনিবার সকালে পাকিস্তানের তিনটি এয়ারবেসে মিসাইল ছুড়েছে ভারত। তার পরেই প্রত্যাঘাত করা হয়েছে।
পাক সেনা সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই এনসিএ।
এদিকে,পাকিস্তানের হামলায় রজৌরিতে সরকারি কর্মকর্তাসহ তিন জনের মৃত্যু হয়েছে। রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে শুক্রবার রাতে পাকিস্তানের ছোড়া একটি গোলা গিয়ে পড়ে। তিনি গুরুতর জখম হয়েছিলেন। পরে তার মৃত্যু হয়েছে। জুম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।