ভারত
ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১:৩১ অপরাহ্ন
ভারতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান লাগাতার চলছে। ভারত সরকার দেশটিকে অচিরেই মাওবাদী মুক্ত করার ঘোষণা দিয়েছে। ঝাড়খন্ড, ছত্তিশগড়ে প্রায় আঠাশ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহাড়-জঙ্গল এলাকা ঘিরে অভিযান চালাচ্ছে। ‘অপারেশন সংকল্প’ নামের এই অভিযানে গত কয়েক মাসে কয়েকশ মাওবাদীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে।
ছত্তিশগড় পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের কারেগুট্টা পাহাড়ের আশেপাশের ঘন জঙ্গলে অভিযান চলাকালীন ৩১ জন সন্দেহভাজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই মাওবাদীদের কখন কীভাবে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, বুধবার বিজাপুরে এক সংবাদ সম্মেলনে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ জানিয়েছে, তারা ৩১ জন নিহত মাওবাদীর মধ্যে ২০ জনকে শনাক্ত করতে পেরেছে এবং ২০ জন শনাক্তকৃত মৃতদেহগুলোর ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজাপুর পুলিশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বাকি ১১টি মৃতদেহের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে, তাদের মৃতদেহও তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
গত ৩ মে একই অভিযানে একজন মহিলা মাওবাদী নিহত হয়, যার পরিচয় এখনও জানা যায়নি।এর আগে, ২৪শে এপ্রিল, একই অঞ্চলে তিনজন মহিলা মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, এখনও পর্যন্ত, দক্ষিণ-পশ্চিম বস্তারে চলমান মাওবাদী-বিরোধী অভিযানে ভালো সাফল্য পাওয়া গিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন , অভিযানে ২৮,০০০ জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২১শে এপ্রিল থেকে প্রায় ৩৫টি এনকাউন্টার সংঘটিত হয়েছে। পুলিশ ৪০০টিরও বেশি আইইডি এবং প্রায় ৪০টি অস্ত্র এবং প্রায় ২ টন বিস্ফোরক উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। এই অভিযানে ছত্তিশগড় পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), বাস্তার ফাইটারস, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং বিশেষ কোবরা ইউনিট সহ বিভিন্ন ইউনিটের প্রায় ২৮,০০০ কর্মী অংশগ্রহণ করেছে।