ভারত
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অগ্রিম ঘোষণায় ভারতে মোদি সরকারের তুমুল সমালোচনা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৮ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

ভারতের ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তা নিয়ে ভারত জুড়ে তোলপাড় চলছে। ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকার উদ্যোগেই যুদ্ধবিরতির সিদ্ধান্তে সম্মত হয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ। ভারতের বিরোধী রাজনৈতিক নেতারা দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এ ব্যাপারে সোচ্চার হয়েছেন।
এবার আগেভাগে ট্রাম্পের ঘোষণাকে ভারতের সার্বভৌমত্বের জন্য ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছে সিপিআইএম। সামগ্রিক পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক মারিয়াম আকেলজান্ডার বেবি।
এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদির উদ্দেশে লিখেছেন, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পেহেলগামের সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রাহুল একা নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাও মোদিকে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি সত্যিই মধ্যস্থতা করেছেন? তা সরকার স্পষ্ট করুক।
এদিকে ট্রাম্প বারংবার একই কথা বলে চলেছেন। সোমবারও মোদির জাতির উদ্দেশে দেয়া ভাষণের আগে ট্রাম্প বলেন, শনিবার আমার প্রশাসনের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হয়েছে। যার ফলে পরমাণু অস্ত্রের দুটি দেশের মধ্যে বিপজ্জনক সংঘাতের অবসান ঘটেছে।
পাঠকের মতামত
Mr. Doland Trump now must ensure freedom of Jammu and Kashmir.