ভারত
যুদ্ধবিরতির পর সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরছে, গোলাগুলি বন্ধ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তান শনিবার সংঘর্ষবিরতিতে রাজি হওয়ার পর থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব। ব্ল্যাক আউট তুলে নেয়া হয়েছে। লাল সতর্কতাও ধীরে ধীরে তুলে নেয়া হচ্ছে। রোববার সকালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় স্থল, নৌ এবং বায়ুসেনার প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।
সংবাদ সংস্থার খবর, শনিবার রাত থেকে নতুন করে আর গোলাবর্ষণ বা বিস্ফোরণ হয়নি জম্মু-কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত রয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, অখনৌর, উরি, রজৌরিতে রোববার সকাল থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। রাতভর কোনও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।
রোববার সকাল পর্যন্ত অমৃতসরে লাল সতর্কতা জারি ছিল। ৯টার পর স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, লাল সতর্কতা তুলে নেয়া হচ্ছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোতে পারবেন। তবে শনিবার রাত ১১টায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ করেন। পাক সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। জম্মু ও কাশ্মীরের মুখামন্ত্রী ওমর আবদুল্লাও সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। ভারতের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে পাকিস্তানও। সংঘর্ষবিরতির বাস্তবায়নে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে বিবৃতি দিয়ে দাবি করেছে পাক পররাষ্ট্র মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্ব নিয়ে পাক বাহিনী সীমান্তে পরিস্থিতি সামাল দিচ্ছে।
এদিকে, যুদ্ধবিরতির সমঝোতা সাফল্যকে তুলে ধরে রোববার পাকিস্তানে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালন করতে বলেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দিয়েছেন তিনি।