ভারত
বিশ্বের ধনী তালিকায় আদানি নেমে গেলেন ২৪ নম্বরে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

পঁচিশ দিনে যেন স্বর্গ থেকে পতন। ছিলেন তিন নম্বরে, রোববার মধ্যরাতে ফোবর্স-এর ধনী তালিকায় গৌতম আদানি নেমে এলেন ২৪ নম্বরে। ১১ হাজার ৯শ’ কোটি ডলার নিয়ে যিনি তিন নম্বরে পৌঁছে গিয়েছিলেন, ২৪শে জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্টটি প্রকাশ্যে আসার পর তাঁর সম্পদের পরিমাণ এখন পাঁচ হাজার দুশো কোটি ডলার। শেয়ার পতন অব্যাহত রয়েছে। কমছে শেয়ার মূল্যও। নানা চেষ্টা করেও আদানিরা এই পতন রোধ করতে পারেননি। ফলে অবরোহণ চলছেই। আদানিদের শেয়ার খুব চড়া ছিল সমুদ্র বন্দর, বিমান বন্দর ও বিদ্যুৎ এর ক্ষেত্রে। তিনটি বিষয়েই শেয়ারে পতন ঘটছে। ফলে, আদানিদের সম্পদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ।
বিজ্ঞাপন