ভারত
গৌতম আদানির বিবৃতি-অল্প সময়ের মধ্যেই আবার স্থিতাবস্থা আসবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০১ অপরাহ্ন

আর অল্প সময়ের মধ্যেই আবার আগের অবস্থায় ফেরা সম্ভব হবে- ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি গ্রুপের পুরোধা একটি লিখিত বিবৃতিতে একথা জানালেন।
এর আগে গৌতম আদানি বেশ কয়েকটি মৌখিক বিবৃতি দিলেও এই প্রথম তিনি লিখিত বিবৃতি দিলেন। ২৪ জানুয়ারি রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানি সাম্রাজ্যের লোকসান হয়েছে প্রায় ১০.৪ লক্ষ কোটি টাকার মতো। আদানির ১০টি কোম্পানির মধ্যে সাতটি আদানি নাম সম্বলিত। এগুলোতে পতন সর্বাধিক। অন্যগুলোও বাদ নেই। তাও গৌতম আদানি লিখেছেন দু কোটি টাকা লাভ দেখা থেকে যে কোম্পানি ৭৪০ কোটি টাকা লাভ দেখে এক বছরের মধ্যে, তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার অবকাশ কোথায়? বন্দর, ভোগ্যপণ্য, বিদ্যুৎ এর সঙ্গে যুক্ত হয়েছে বিমানবন্দর ও রিসোর্স ম্যানেজমেন্ট। ভবিষ্যতে আরও প্রসারের পরিকল্পনা আছে বলে গৌতম আদানি জানিয়েছেন। আদানি এন্টারপ্রাইজ ৪২ শতাংশ বৃদ্ধি নিয়ে বর্তমানে ২৬ হাজার ৬১২ কোটি টাকার সংস্থা। গৌতম আদানির আশা, এই ঝড় কেটে যাবে। আদানিরা আবার রাজত্বে ফিরবে।