ভারত
আদানি নিয়ে বিজেপি ভীত নয়: অমিত শাহ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদি আদানি প্রসঙ্গে মুখ খোলেননি। মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, আদানি নিয়ে বিজেপি একদম ভীত নয়। তাদের লুকানোরও কিছু নেই। গৌতম আদানিকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়ার যে কথা বিরোধীরা বলছে তার কোনও ভিত্তি নেই। ক্রনি ক্যাপিটালিজমকে সমর্থন কেন্দ্রের বিজেপি সরকার করে না। তিনি বলেন, এখন পর্যন্ত বিজেপিকে কংগ্রেসের মতো আক্রমণ কেউ করেনি। কারা এই আক্রমণ করছে যাদের আমলে ১২ লাখ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিজেপি যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তার প্রমাণ ২০১৪, ২০১৯-এ মিলেছে। আবার মিলবে ২০২৪-এ।
উল্লেখযোগ্য, মোদি-আদানি যোগ নিয়ে বারবার ভারতীয় সংসদ অচল হয়েছে। মোদির জবাব তলব করেও বিরোধীরা তা পাননি। এবার মোদি নয়, মুখ খুললেন অমিত শাহ। তবে, আদানিদের শেয়ার পতন অব্যাহত রয়েছে। গৌতম আদানি অবশ্য মঙ্গলবার জানিয়েছেন যে, আদানি শেয়ার গ্রহীতাদের স্বার্থ সুরক্ষিত আছে। তাঁরা কোনও প্রকল্প থেকে সরেও আসছেন না।