ভারত
স্নিফার ডগের জায়গায় এবার কাঠবিড়ালি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

ফাইল ছবি
এবার আর স্নিফার ডগ বাহিনী নয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন কিংবা সরকারি ভবনগুলোতে দেখা যাবে বিস্ফোরকের সন্ধানে কাঠবিড়ালি বাহিনীকে। চীনের চাকিং প্রদেশের পুলিশের মতো এই কাঠবিড়ালি বাহিনী নিয়োগের চিন্তাভাবনা শুরু হয়েছে। চীনের চাকিং প্রদেশে ছটি কাঠবিড়ালির একটি বাহিনী বেশ ভালো কাজ করছে। এদের ঘ্রাণেন্দ্রীয় খুব প্রবল হওয়ায় সহজেই এরা বিস্ফোরক বা মাদক চিহ্নিত করে ফেলছে।
প্রশিক্ষণপ্রাপ্ত একটি কাঠবিড়ালি অতি সহজে মাদক অথবা বিস্ফোরক চিহ্নিত করতে পারে। আকৃতি ছোট হওয়াতে পৌঁছে যেতে পারে সেই সব জায়গায় যেখানে পৌঁছাতে পারে না স্নাইপার ডগ। একটি কাঠবিড়ালি খুব বড়োজোর হলে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি দৈর্ঘ্যের হয়। রোডেনশিয়া গ্রুপের এই প্রাণীটির বৈশিষ্ট্যর সঙ্গে কুকুরের মিল আছে। কুকুরের মতোই পোষ মানে। পাঁচ থেকে দশ বছর আয়ু হয় এই কাঠবিড়ালির। ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। ভারতীয় পুলিশ বাহিনী এখন পুলিশ কাঠবিড়ালি রিক্রুট করায় ব্যস্ত। খোঁজ চলছে, উপযুক্ত প্রার্থী পেলেই চীন এর চাকিং প্রদেশের মতোই ভারতীয় পুলিশে শুরু হয়ে যাবে- স্কুইরেল স্কোয়াড।