বাংলারজমিন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারসিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করেছে আয়েশা খাতুন (২৫) নামের এক নারী। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার প্রাণনাথপুর পূর্বপাড়া গ্রামে। আয়েশা খাতুন ওই গ্রামেরই কৃষক মেরাজ মোল্লার স্ত্রী ও ৩ সন্তানের জননী। প্রেমিক আক্কাস মোল্লা (২২) ওই গ্রামের ওয়াজ আলী মোল্লার ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক। জানা যায়, গত রোববার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আয়েশার শাশুড়ি কোহিনুর বেগম বাইরে বের হলে পার্শ্ববর্তী বাড়ির আক্কাসসহ আয়েশাকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তিনি আক্কাসকে জাপটে ধরেন। আক্কাস কোহিনুর বেগমকে কিলঘুষি মেরে পালিয়ে যায়। এ সময় আক্কাসের ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে যায়। ধরা পড়ার ঘটনাটি জানাজানি হলে গতকাল সকালে আয়েশা বেগম বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিক আক্কাসের বাড়িতে অবস্থান করেন। এ সময় আক্কাসের বাড়ির অন্য সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে আক্কাস ও আয়েশার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। ইতিপূর্বেও তাদের বিষয়টি নিয়ে শালিস হয়েছে। প্রেমিক আক্কাস আয়েশার জন্য কিছুদিন পূর্বে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাই তারা চায় আয়েশা ও আক্কাসের বিয়ে দেয়া হোক। বিয়ের দাবিতে অবস্থান নেয়া আয়েশা খাতুন বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আক্কাস দীর্ঘদিন আমার সঙ্গে মেলামেশা করেছে। গতরাতে তার সঙ্গে ধরা পড়ার কারণে আমি এখন আক্কাসের সঙ্গে বিয়ের দাবিতে অবস্থান করছি।