ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

ভারতে আসছে নতুন ডিজিটাল আইন

বিশেষ সংবাদদাতা

(১ বছর আগে) ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

ভারতে নতুন ডিজিটাল আইন আসছে। ২৩ বছর আগে তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডিজিটাল আইন প্রবর্তন করেছিলেন। এই ২৩ বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটে গেছে। ২০০০ সালে দেশের মোট জিডিপির ১.২ শতাংশ অবদান ছিল তথ্যপ্রযুক্তির। ২০২২ সালের শেষে তা দাঁড়িয়েছে ৭.৪ শতাংশ। তাই আসছে নতুন ডিজিটাল আইন যা খসড়া আকারে সংসদে পেশ হবে শিগগিরই। ২০২১ সালে ভারত তথ্য প্রযুক্তি খাতে পেয়েছিলো ১৯ হাজার কোটি ডলার। ২০২২-এ তা দাঁড়ায় ২৩ হাজার ৩০০ কোটি ডলারে। ২০০৯ সালে তথ্য প্রযুক্তি সেক্টরে ১২ লক্ষ কর্মী ছিল, ২০২২-এ তা বেড়ে হয়েছে ৪৮ লাখ। ১৭৭ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে ৭৯ কোটি নেট মাধ্যমে বিচরণ করেন।

বিজ্ঞাপন
নতুন ডিজিটাল আইনে সবার স্বার্থ দেখা হচ্ছে। তবে, বিশেষ করে সংবাদ মাধ্যমের স্বার্থের দিকে মাথা ঘামানো হচ্ছে এই আইনে। বৃহৎ সংবাদগোষ্ঠী যাতে ক্ষুদ্র ও মাঝারি সংবাদ গোষ্ঠী গুলোকে গিলে না খায় সেই রক্ষাকবচ রাখা হচ্ছে এই আইনে।  ব্যক্তিগত মালিকানাধীন সংবাদ গোষ্ঠীগুলি যাতে ক্ষতির মুখে না পড়ে সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। সারা দুনিয়ায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ৪৭০ কোটি মানুষ। তার মধ্যে ভারতের অংশীদারিত্ব প্রায় ৪৬ কোটি। এই বৃহৎ অংশের স্বার্থ দেখা হয়েছে নতুন ডিজিটাল আইনে।

 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status