ভারত
ভারতে আসছে নতুন ডিজিটাল আইন
বিশেষ সংবাদদাতা
(১ মাস আগে) ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

ভারতে নতুন ডিজিটাল আইন আসছে। ২৩ বছর আগে তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডিজিটাল আইন প্রবর্তন করেছিলেন। এই ২৩ বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটে গেছে। ২০০০ সালে দেশের মোট জিডিপির ১.২ শতাংশ অবদান ছিল তথ্যপ্রযুক্তির। ২০২২ সালের শেষে তা দাঁড়িয়েছে ৭.৪ শতাংশ। তাই আসছে নতুন ডিজিটাল আইন যা খসড়া আকারে সংসদে পেশ হবে শিগগিরই। ২০২১ সালে ভারত তথ্য প্রযুক্তি খাতে পেয়েছিলো ১৯ হাজার কোটি ডলার। ২০২২-এ তা দাঁড়ায় ২৩ হাজার ৩০০ কোটি ডলারে। ২০০৯ সালে তথ্য প্রযুক্তি সেক্টরে ১২ লক্ষ কর্মী ছিল, ২০২২-এ তা বেড়ে হয়েছে ৪৮ লাখ। ১৭৭ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে ৭৯ কোটি নেট মাধ্যমে বিচরণ করেন।
বিজ্ঞাপন