ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মানবজমিনে সংবাদ প্রকাশের পর দায়িত্ব ছাড়লেন সচিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

মানবজমিনে সংবাদ প্রকাশের পরই সরাইল সদর ইউনিয়ন পরিষদের অফিসে আসলেন বরখাস্তকৃত ইউপি সচিব মো. রুবেল ভূঁইয়া। দীর্ঘ ২১ দিন পর এসে নগদে পরিশোধ করেছেন পরিষদের পাওনা ৫০ হাজার টাকা। দায়িত্ব হস্তান্তর করেছেন অতিরিক্ত হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইউপি সচিব মো. রিয়াজুল কবিরের কাছে। গতকাল দুপুরের পর থেকেই ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের কাজ চলছিল। অনিয়ম, দায়িত্ব পালনে লাগামহীন অবহেলা ও কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে চলায় সরাইল সদরের ইউপি সচিব রুবেলকে গত ২১ দিন আগে ২রা নভেম্বর সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক। বরখাস্তের পর ৩ সপ্তাহ চলে গেলেও তিনি দায়িত্ব হস্তান্তর করছিলেন না। ফলে আটকে যায় পরিষদের সকল কাজ। এ বিষয়ে গত বৃহস্পতিবার মানবজমিন পত্রিকায় ‘বরখাস্তের পরও দায়িত্ব ছাড়েননি ইউপি সচিব, দুর্ভোগে সরাইলবাসী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। টনক নড়ে রুবেল মিয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, সবকিছু ঠিক আছে।

বিজ্ঞাপন
তবে পাসওয়ার্ড সমস্যা।  এটি আসলে এখন যিনি দায়িত্বে আছেন ওনার নামেই হবে। তবে পূর্বেই পরিষদের হিসেবে টেকনিক্যাল কারণে একটু সমস্যা হয়েছিল। লিখিতভাবে জানানোর পরও সমাধান হয়নি। এটি আসলে সফট্‌ওয়ারে সমস্যার কারণে হয়ে থাকতে পারে। এগুলো দেখার জন্য টেকনিক্যাল টিম আছে। তারপরও আগামী রোববার সব বিষয়ে ডিডিএলজি’র সঙ্গে কথা বলবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

উপজেলা পরিষদ নির্বাচন / পিতার মনোনয়ন বাতিল টিকে গেলো পুত্র

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status