বাংলারজমিন
আখাউড়ায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. আবুল কাশেম ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, বিগত তিন অর্থবছরে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার নিজ ইউনিয়ন দক্ষিণ ইউনিয়নে ৪৪ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই টাকা থেকে উপজেলা চেয়ারম্যানের গ্রাম কুড়িপাইকায় ৩৪ লাখ ১২ হাজার টাকার কাজ করা হয়। পক্ষান্তরে ইউনিয়নের বাকি এলাকায় ৩ বছরে মাত্র ১০ লাখ টাকার কাজ হয়। উপজেলা চেয়ারম্যান প্রভাব খাটিয়ে নিজ গ্রামের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকার বেশির ভাগই কাজ না করে দুর্নীতির মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন। এছাড়াও তিনি সরকারি গাড়ি মেরামতের কথা বলে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করেছেন। উপজেলার চেয়ারম্যানের আরও দুর্নীতি রয়েছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া বলেন, আমি কোনো দুর্নীতি করিনি। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যথাযথ কর্র্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে আমার দুর্নীতি প্রমাণিত হলে যে শাস্তি দিবে তা মেনে নিবো। কিন্তু দুর্নীতির প্রমাণ না করে যারা বদনাম করছে তাদেরকে শাস্তি দিবে কে- প্রশ্ন রাখেন তিনি।