বাংলারজমিন
রাজনগরে গাছ পড়ে চা শ্রমিক নিহত, আহত ১১
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
১৫ মে ২০২২, রবিবারমৌলভীবাজারের রাজনগরে গাছ ভেঙে পড়ে একজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২ নং ডিভিশনের ৮২ নং সেকশনে যাওয়ার সময় কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। চা শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ১ নং ডিভিশন থেকে বাগানের ২ নং ডিভিশনের ৮২ নং সেকশনে চা পাতা তুলতে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পথে ২৪ নম্বর এলাকা অতিক্রম করে অদূরে গাড়ির উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এ সময় গাড়িতে থাকা ১২ চা শ্রমিক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে শান্তি শীল (৫৫) নামের এক শ্রমিক ওসমানী হাসপাতালে মারা যান। এ ঘটনায় আহতদের মধ্যে লক্ষ্মী গৌড় (২৫), চন্দ্রাবতী রাজভর (৪০), ময়না রাজভর (৪৮), কৃষ্ণা রাজভর (৩২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফুলমতি গৌড় (৩৮), গঙ্গাজলি (৫০), রামদুলারি রাজভর (৪২), দ্রুপদী রাজভর (৪৮), গীতা রাজভর (৫৫), লক্ষ্মীচরণ রবিদাশ (৩৭)কে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় জানান, সকালে চা পাতা তুলতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় একটি গাছ গাড়িতে পড়ে যায়। এতে ১২ জন শ্রমিক আহত হন। পরে একজন শ্রমিক সিলেটে মারা যান। এখন ১১ জন সিলেট ও মৌলভীবাজারে চিকিৎসাধীন আছেন।