খেলা
হার্ট অ্যাটাকে পাকিস্তানি পেসারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ শেহজাদ আজম। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ফারহান নিসার।
নিজের টুইটার একাউন্ট থেকে ফারহান নিসার লিখেছেন, ‘ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩৬ বছর বয়সী পেসার শেহজাদ আজম আজ (শুক্রবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দারুণ একজন পেসার এবং ভালো মানুষ ছিলেন তিনি।’
ইসলামাবাদের পেসার শেহজাদ আজম প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৫ ম্যাচে ৩৮৮ উইকেট নেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। মোহাম্মদ হাফিজ টুইটারে লিখেছেন, ‘শেহজাদের মৃত্যুতে আমি হতবাক। মেধাবী এবং পরিশ্রমী ফাস্ট বোলার ছিলেন তিনি। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। মানুষের জীবন অনিশ্চিত।’
পাকিস্তানের সাবেক পেসার সোহেল তানভীর লিখেছেন, ‘নিশ্চিতভাবে দুঃখজনক ঘটনা। ভালো মানুষ ছিল সে। সবাইকে সম্মান করতো। আল্লাহ তাকে জান্নাত দান করুন। দোয়া ও সমবেদনা তার পরিবারের প্রতি।’
ওয়াহাব রিয়াজ লিখেছেন, ‘ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ খেলা শান মাসুদ শেহজাদের মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন, ‘জীবন অনিশ্চিত। আমাদের বন্ধু রানা শেহজাদ আজমের জন্য সবাই দোয়া করবেন। আজ সকালে সে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যু বিশ্বাস হচ্ছে না।’