ভারত
নরেন্দ্র মোদির জন্মদিন আজ, নিলামে তোলা হবে সব উপহার
বিশেষ সংবাদদাতা
(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। একাত্তর পেরিয়ে বাহাত্তরে পা দিলেন মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে পাঠানো বেশ কয়েকটি চিতা বাঘ ছাড়া হবে মধ্যপ্রদেশের অরণ্যে। ভারতে শেষ চিতাটির মৃত্যু হয়েছে পঁচাত্তর বছর আগে। এছাড়াও মোদির জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে তাঁর পাওয়া প্রায় ১২শ’ উপহার সামগ্রী নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে নেতাজির খুদে গ্রানাইট মূর্তি ছাড়াও আছে বিবেকানন্দ মূর্তি, নানা দেশের কয়েন ইত্যাদি। নিলাম থেকে পাওয়া টাকা যাবে নমামি গঙ্গে প্রকল্পে। আজ দেশে যত নবজাতক জন্মাবে মোদি তাদের দু’গ্রাম সোনা দিয়ে তৈরি আংটি উপহার দেবেন যার মুদ্রা মূল্য পাঁচ হাজার টাকা। দিল্লির এক ব্যবসায়ী মোদির জন্মদিন উপলক্ষে তার রেঁস্তোরায় ৫৬ পদের আমিষ ও নিরামিষ পদ রেখেছেন সুলভ মূল্যে। মোদি থালি নামে এই সুখাদ্য আজ বিক্রি হবে সারাদিনই।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]