ভারত
নরেন্দ্র মোদির জন্মদিন আজ, নিলামে তোলা হবে সব উপহার
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫০ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ। একাত্তর পেরিয়ে বাহাত্তরে পা দিলেন মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে পাঠানো বেশ কয়েকটি চিতা বাঘ ছাড়া হবে মধ্যপ্রদেশের অরণ্যে। ভারতে শেষ চিতাটির মৃত্যু হয়েছে পঁচাত্তর বছর আগে। এছাড়াও মোদির জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে তাঁর পাওয়া প্রায় ১২শ’ উপহার সামগ্রী নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে নেতাজির খুদে গ্রানাইট মূর্তি ছাড়াও আছে বিবেকানন্দ মূর্তি, নানা দেশের কয়েন ইত্যাদি। নিলাম থেকে পাওয়া টাকা যাবে নমামি গঙ্গে প্রকল্পে। আজ দেশে যত নবজাতক জন্মাবে মোদি তাদের দু’গ্রাম সোনা দিয়ে তৈরি আংটি উপহার দেবেন যার মুদ্রা মূল্য পাঁচ হাজার টাকা। দিল্লির এক ব্যবসায়ী মোদির জন্মদিন উপলক্ষে তার রেঁস্তোরায় ৫৬ পদের আমিষ ও নিরামিষ পদ রেখেছেন সুলভ মূল্যে। মোদি থালি নামে এই সুখাদ্য আজ বিক্রি হবে সারাদিনই। বিজেপি মোদির জন্মদিন উপলক্ষে সেবা পক্ষর সূচনা করছে আজই। বালুরঘাটে একটি ফুটবল টুর্নামেন্ট করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোদির জীবন দর্শন প্রকাশিত হয়েছে এই উপলক্ষে। মোদি রাতে ঘুমান তিন চার ঘণ্টা। সকালে উঠে বিছানায় বসে মেঝেতে পা ঠেকিয়ে মনোসংযোগ করেন। তারপর একঘন্টা ধরে শরীরচর্চা। মূলত প্রাণায়াম জাতীয় যোগ বিদ্যা। তারপর প্রাতঃরাস। ধোকলা, খেপলা কিংবা চিঁড়ে ছাড়া প্রাতঃরাস এ মোদি কিছু খান না। মধ্যাহ্নভোজ দক্ষিণ কিংবা উত্তর ভারতীয় প্রথায় সাদামাটা। রাতে রুটি, ডাল আর সবজি। শরীর অসুস্থ হলে মোদি ওষুধ খান না। গরম জল সেবন করেন. নিয়মানুবর্তিতা মোদির জীবনের মূলমন্ত্র।