ভারত
আদানিদের বিদ্যুতে বাংলাদেশে আলো জ্বলবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন
আদানি ব্রাদার্স-এর বিদ্যুতে বাংলাদেশে আলো জ্বলবে। মঙ্গলবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বের চতুর্থ ধনী গৌতম আদানির একটি সাক্ষাৎকারের পর একথা জানা গেছে। গৌতম আদানির দেয়া বিদ্যুত বাংলাদেশের একটি কোণাকেও আলোকিত করবে। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আদানি একটি টুইট বার্তায় একথা জানিয়ে লিখেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার এর সঙ্গে দেখা হওয়াটা একটা দুর্লভতম অভিজ্ঞতা, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
উল্লেখযোগ্য, আদানিরা সম্প্রতি ১০ হাজার কোটি টাকা ব্যয় করে ভারতে বিদ্যুতের প্লান্ট বসিয়েছে। এর দ্বারা ২১ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আপাতত স্থির হয়েছে, ঝাড়খন্ডের গোড্ডায় আদানিদের যে বিদ্যুত প্লান্ট আছে সেখানে উৎপাদিত বিদ্যুত নিয়ে যাওয়া হবে বাংলাদেশে। আদানি জানিয়েছেন, শেখ হাসিনার আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও শিল্প স্থাপন করতে চান তিনি।