বাংলারজমিন
দেশে ফেরা হলো না জয়নালের
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবারনিজ দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে মো. জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ৮টা ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যুবরণ করেন এই প্রবাসী বাংলাদেশি। জয়নাল আবেদীন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নেতা ফকির বাড়ির মৃত আশরাফ আলী সিকদারের ছেলে। জয়নালের বড় ভাই হামিদুর রহমান সিকদার বলেন, বিগত ২৫ বছর আগে জয়নাল জীবিকার তাগিদে ভিসা নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। সে নির্দিষ্ট ভিসা নিয়ে সৌদি আরবের মদিনায় ব্যবসা করতো এবং নিয়মিত দেশে আসা যাওয়া করতো। সবশেষ ৪ বছর আগে সে দেশে এসেছিলো। গত ১৬ই আগস্ট রাতে নিজ বাড়িতে আসার জন্য সৌদি আরবের সকল প্রস্তুতি শেষ করে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানের জন্য অপেক্ষায় ছিল জয়নাল। রাত সাড়ে ৮টার দিকে বিমানের জন্য অপেক্ষারত অবস্থায় সে হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ব্যক্তি জীবনে জয়নাল বিবাহিত এবং ২ সন্তানের জনক। মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আবুল হাশেম বলেন, সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. জয়নাল আবেদীন মৃত্যুবরণ করেন। তার নিকটাত্মীয়রা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।