ভারত
আজ সুপ্রিম কোর্টে ফুটবল মামলার শুনানি, কেন্দ্রীয় সরকার ফিফার নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য আবেদন করল
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১৭ আগস্ট ২০২২, বুধবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ অপরাহ্ন

আজ সুপ্রিম কোর্টে ফুটবল মামলা নিয়ে শুনানি। তার আগেই কেন্দ্রীয় সরকার এই মামলায় ফিফার নিষেধাজ্ঞার ব্যাপারটি সংশ্লিষ্ট করার আবেদন জানালো। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এবং এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চের কাছে ফিফার নিষেধাজ্ঞাটিকে স্পেশাল মেনশন করার আর্জি জানিয়েছেন। ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মহিলাদের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের যে আয়োজনের দায়িত্ব ভারত পেয়েছিল তা রদ হওয়াতে আশংকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তারা অবিলম্বে এই বিষয়ের নিষ্পত্তি চায়।
উল্লেখযোগ্য ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে সরব হয়ে ফিফার ব্যুরো অফ কাউন্সিল এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট গত ১৮ মে ফুটবল ফেডারেশনের কর্তাদের মৌরসিপাট্টার বিরুদ্ধে এবং দুহাজার কুড়িতে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় এ আই এফ এফ ভেঙে দিয়ে তিন সদস্যের কমিটি অফ এডমিনেশটার্স বসায়।
এই কমিটির সদস্য ও ভারতের প্রাক্তন গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় মানবজমিনকে বলেন, তৃতীয় পক্ষ আমরা নই, আমরা দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছি। তারা নির্দেশ না দিলে আমরা নিশ্চয়ই এই ঘটনায় জড়াতাম না। তাই, আমাদের তৃতীয়পক্ষ বলা যায় না। ফিফার নিষেধাজ্ঞার আওতা থেকে একমাত্র বেরোনোর পথ আশু নির্বাচন করে ফেলা। ২৮ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সুপ্রিম কোর্টের গাইড লাইন মেনে চললে বহু প্রবীণ ফুটবল কর্তা নির্বাচনে লড়তে পারবেন না। তারা কি তা মেনে নেবেন? ভারতের প্রাক্তন ফুটবলারদের অনেকেই মনে করছেন, যেভাবে ফেডারেশন চলছে তাতে এই নিষেধাজ্ঞা চেতনার উদ্রেক করতে পারে। ফুটবলার প্রশান্ত বন্দোপাধ্যায়, সুব্রত ভট্টাচাৰ্য মনে করছেন, বিষয়টি খুব খারাপ হয়েছে। ভারতের মাথা নত হলো বিশ্ব ফুটবলের দরবারে।