ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী এম্বুলেন্সে ডাকাতের হামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৪ মে ২০২৫, শনিবার
mzamin

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী এম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে ডাকাতরা মরদেহে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ঢাকার মিরপুর আহ্‌সানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী বৃহস্পতিবার রাতে মারা যান। ঢাকা থেকে একটি এম্বুলেন্সে করে বাড়িতে ফেরার পথে বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ডাকাতরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে গাড়ি আটক করে। এরপর গাড়িতে হামলা করে ভাঙচুর করে। স্বজনদের থেকে ৯টি মুঠোফোন ও নগদ অর্ধলাখ টাকা হাতিয়ে নেয়। নিহতের ছেলে ও পূর্বভাগ ইউপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. আলমগীর মিয়া অভিযোগ করেন, ডাকাতরা চাহিদামতো টাকা-পয়সা না পেয়ে মরদেহেও হামলা চালিয়েছে। টাকা ও মোবাইল নিয়েছে এটা মেনে নেয়া যায়। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ওই স্থানটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকজন যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে তাদের বলা হয়েছে আসার আগে পুলিশ প্রটোকল নেয়ার জন্য। গতকাল ঢাকা থেকে যে লাশবাহী এম্বুলেন্সটি এসেছিল আমাদের জানা ছিল না। সেজন্য ডাকাতির কবলে পড়তে হয়েছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের টহল টিম চলে এসেছিল। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে হাওর দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status