ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

অতীত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ঐক্য চাইলেন উপদেষ্টা মাহফুজ

স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবার
mzamin

নিজের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য এবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে দেশপ্রেমিক শক্তির ঐক্যেরও ডাক দেন তিনি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে 
দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন,  যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’

 

 

পাঠকের মতামত

অবশেষে হরি কহিলা বিষাদে !!! সময় আর নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আপনি এ পরিষদে অযোগ্য এক লোক।

ইসলাম
২৩ মে ২০২৫, শুক্রবার, ৭:৫৪ পূর্বাহ্ন

মানে? জনগন তেল দিয়া রাইখো আমি আবারও আইতাছি....

জনতার আদালত
২৩ মে ২০২৫, শুক্রবার, ৪:৪২ পূর্বাহ্ন

গাদ্দারদের কোন ক্ষমা নেই।

Jasim
২৩ মে ২০২৫, শুক্রবার, ১২:৩০ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status