শেষের পাতা
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইশরাক সমর্থকদের আন্দোলন স্থগিত
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৫, শুক্রবারবিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র করার দাবিতে ৮ দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ইশরাক নিজেই। তিনি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার জন্য সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে সরকারের ইতিবাচক পদক্ষেপ না দেখলে পুনরায় বিক্ষোভে নামবেন তার সমর্থকদের নিয়ে। গতকাল সকাল থেকে চলা বিক্ষোভ কর্মসূচি শেষে কাকরাইলে আন্দোলনের মাঠে এসে এ ঘোষণা দেন তিনি। সরকারকে আল্টিমেটাম দিয়ে ইশরাক বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবো। এ সময়ে তাদের যে কর্মকাণ্ড, তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবো।
হাইকোর্টের রায় প্রসঙ্গে ইশরাক বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখবো সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে। যেহেতু আজ আমরা রায় পেয়েছি, যদি সরকার আবারো টালবাহানা করে, আবার কালক্ষেপণ করে, তাহলে কাল সকালেই আমরা এখানে এসে আবার জড়ো হবো। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, তারা একটি নতুন রাজনৈতিক দলের সংগঠন ও সমর্থক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না। আমরা প্রথম যে দাবি করেছি, ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, এটা পরিবর্তন হবে না। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে আন্দোলনের কৃতিত্ব দিতে হবে।
বুধবার দিনভর বিক্ষোভ শেষে বিকালে ইশরাক হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে আন্দোলনকারীদেরকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর সন্ধ্যায় আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই দাবি আদায়ের জন্য বিক্ষোভকারীদের সঙ্গে থাকার বিষয়টি জানান। রাতে কাকরাইলস্থ যমুনার প্রবেশমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে ইশরাক আন্দোলনে থাকার ঘোষণা দিয়ে বলেন, আমি এখানে এসেছি এখানে একটা শান্তিপূর্ণ সমাধান করতে। আমাদের কারও পেছনে ফেরার সুযোগ নাই। বিএনপি’র রাজনৈতিক দল হিসেবে ফসল ঘরে তুলে আমাদের এখান থেকে যেতে হবে। আমাদের দাবিগুলো মানা না হলে আমরা এখান থেকে যাবো না।
ওদিকে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে আদালতে করা রিট খারিজ করে হাইকোর্ট। আদালতের রায়ের খবর পাওয়ার পরপরই ইশরাকের মেয়র হিসেবে শপথের দাবিতে কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে রায় পেয়েও আন্দোলনস্থল ছেড়ে যাননি বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে আরও কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হতে থাকেন। অবস্থান কর্মসূচিতে থাকা ইশরাক সমর্থকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে বিকালে ইশরাক নিজেই আন্দোলনের মাঠে উপস্থিত হয়ে আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
পাঠকের মতামত
Good