ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে অবসর নেবেন ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক

(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৩:৩৯ অপরাহ্ন

mzamin

১৭ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ম্যাথিউস জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরের কথা জানান। বাংলাদেশের বিপক্ষে আসন্ন এ সিরিজের প্রথম টেস্টই হবে তার শেষ টেস্ট ম্যাচ।  
সামাজিক মাধ্যমে ম্যাথিউস লেখেন, ‘আমার প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবার,
কৃতজ্ঞ হৃদয় এবং অবিস্মরণীয় স্মৃতি স্মরণ করে বলছি খেলার সবচেয়ে প্রিয় ফরম্যাট, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে! শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয়। আমি ক্রিকেটকে আমার সবকিছু দিয়েছি এবং ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি এই খেলার প্রতি কৃতজ্ঞ এবং হাজার হাজার শ্রীলঙ্কা ক্রিকেট ভক্তদের প্রতি কৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ার জুড়ে আমার সঙ্গে সবসময়ে পাশে ছিলেন।  জুন মাসে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে আমার দেশের হয়ে  শেষ লাল বলের খেলা (টেস্ট ম্যাচ)। ’ একইসঙ্গে দল চাইলে সীমিত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার।   
২০০৯ সালে অভিষেকের পর থেকে শ্রীলঙ্কা টেস্ট দলের নিয়মিত সদস্য হিসেবে ছিলেন ম্যাথিউস। এখন পর্যন্ত খেলেছেন ১১৮টি টেস্ট ম্যাচ। 
ম্যাথিউস টেস্টে ৩৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় রয়েছে। যেখানে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল জয়সূচক ১৬০ রানের ইনিংস।
অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও টেস্টে ম্যাথিউস মূলত খেলেছেন স্পেশালিষ্ট ব্যাটার হিসেবে। ব্যাটিংয়ে তার নামের পাশে ১৬টি সেঞ্চুরি ৪৪.৬২ গড়সহ রয়েছে ৮ হাজার ১৬৭ রান। তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান আছে মাত্র দুইজনের। একজন গ্রেট কুমার সাঙ্গাকারা (১২ হাজার ৪০০ রান)। অন্যজন মাহেলা জয়বর্ধনে (১১ হাজার ৮১৪ রান)।    
আগামী মাসে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। ১৭ই  জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status