খেলা
রিয়ালে শেষ হলো মদরিচ অধ্যায়
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদে লুকা মদরিচের থাকা হচ্ছে না, সেই গুঞ্জন বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন এবার নিজেই সে ত্য পরিণত করলেন মদ্রিচ। ৩৯ বছর বয়সী ক্রোয়াট তারকা এবার নিজে জানিয়ে দিলেন সিদ্ধান্ত। চলতি মৌসুমের পর ইউরোপের সফলতম ক্লাব মাদ্রিদের জার্সিতে দেখা যাবে না তাকে। মাদ্রিদের জার্সিতে দাপিয়ে বেড়ানো এ মিডফিল্ডার বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, আসছে ক্লাব বিশ্বকাপে খেলে রিয়ালের হয়ে ১৩ বছরের পথচলার ইতি টানবেন ক্রোয়েশিয়ান এ তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘সময় এসে গেছে। আমি কখনই চাইনি এমন মুহূর্ত আসুক। কিন্তু এটাই ফুটবল। জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে... শনিবার সান্তিয়াগো বার্নাবুতে শেষ ম্যাচ খেলবো আমি।’
রিয়াল মাদ্রিদ নিয়ে তিনি লেখেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফুটবল খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর একটির অংশ হতে পেরে আমি গর্বিত। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর মাঠে এই জার্সি পরতে পারবো না। তারপরও আমি সবসময় একজন মাদ্রিদিস্তা থাকব।’
গত কয়েক মৌসুম ধরেই এক বছর করে মদরিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছিল, অভিজ্ঞ এই খেলোয়াড়কে আগামী মৌসুমেও রাখতে চান রিয়ালের সম্ভাব্য নতুন কোচ জাবি আলোন্সো। তবে সেটা আর হচ্ছে না।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদরিচ। ক্রমেই মদ্রিচ হয়ে ওঠেন দলটির মিডফিল্ডের সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। রিয়ালের জার্সিতে এ পর্যন্ত মদ্রিচ খেলেছেন ৫৯০ ম্যাচ। গোলসংখ্যা ৪৩। মাদ্রিদের ক্লাবটিতে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লীগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জয় করেন মদরিচ।
এছাড়া রিয়াল অধ্যায়েই তিনি জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার, ২০১৮ সালের ব্যালন ডি’অর। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান মদরিচ।