খেলা
মেয়াদ শেষের আগেই রাফিনহার সঙ্গে চুক্তি বাড়ালো বার্সা
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৩:১৯ অপরাহ্ন

বার্সেলোনার হয়ে স্বপ্নের মতো এক মৌসুম পার করছেন রাফিনহা। আগের চুক্তি অনুযায়ী এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের চুক্তির মেয়াদ ছিল আরও দু’বছর। দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে বার্সার থেকে উপহারটাও পেলেন রাফিনহা। সেলেসাও তারকার চুক্তির মেয়াদ বেড়েছে আরও এক বছর। নতুন চুক্তির পর বার্সা তারকা জানান, ক্যারিয়ারের শেষ পর্যন্ত থাকতে চান এখানেই।
লিডস ইউনাইটেড থেকে ২০২২-এ বার্সেলোনায় উড়ে আসেন রাফিনহা। কাতালুনিয়ান ক্লাবটির হয়ে প্রথমদিকে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না তিনি। চোট এবং আশানুরূপ ফল না দেয়াতে শুরুর একদশেই জায়গা পেতে কষ্ট করতে হচ্ছিল তার। তবে জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে সেসব যেন উবে যায়। আপন ডানায় ভর করে রাফিনহা উড়ছেন মৌসুমের শুরু থেকেই। রবার্ট লেভানদোভস্কি আর লামিন ইয়ামালকে আক্রমণে সঙ্গী করে প্রতিপক্ষকে নাকানিচোবানি খাওয়ানোটা স্বাভাবিক করে তুলছেন প্রায় প্রতি ম্যাচেই। ২০২৪-২৫ মৌসুমটা একেবারে স্বপ্নের মতো কাটিয়েছেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। বার্সার স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে রেখেছেন দারুণ অবদান। মৌসুমে ৫৬ ম্যাচে অবদান রেখেছেন ৫৯ গোলে (৩৪ গোল, ২৫ অ্যাসিস্ট)। কাতালানদের হয়ে তিন মৌসুমে জিতেছেন দু’টি লা লিগা, দু’টি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে। নতুন চুক্তি স্বাক্ষর করে উচ্ছ্বসিত রাফিনহা জানান, নিজের শেষ অধ্যায়ের ইতি টানতে চান ব্লাউগ্রানাদের জার্সিতেই। তিনি বলেন, ‘আমার জন্য এটি খুবই বিশেষ ও তৃপ্তিদায়ক। আমি খুবই খুশি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেয়া। ’ রাফিনহার পরিবারও চায় তিনি এখানেই থাকুক, ‘পরিবারের সঙ্গে কথা বলেছি এবং আমার স্বপ্ন হলো শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি নিজের সেরা অবস্থায় থেকেই করতে চাই।’