খেলা
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে উচ্ছ্বসিত সাকিবও
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫২ অপরাহ্ন

ক’দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ, পাকিস্তানের সেই কাঙ্খিত সিরিজ। টি-টোয়েন্টি এ সিরিজটি প্রথমে পাঁচ ম্যাচের করা হলেও পরে এটি কমিয়ে তিন ম্যাচে নিয়ে আসা হয়। এ সিরিজ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ সাকিব আল হাসানও। বৃহস্পতিবার পিএসএলের (পাকিস্তান সুপার লীগ) ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে দারুণ একটা সিরিজ হবে (বাংলাদেশের জন্য)। দুই দলেরই কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। যারা নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছে। আমি নিজেও সিরিজটা নিয়ে বেশ উচ্ছ্বসিত।’
চলমান পিএসএলে লাহোর কালান্দারসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। যে দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। রিশাদ শুরু থেকে পিএসএলে দলে থাকলেও সাকিব পিএসএলে যোগ দিয়েছেন চোটের কারণে ছিটকে যাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে। মিরাজ সুযোগ পেয়েছেন সিকান্দার রাজার বদলি হিসেবে।
সাকিব অনেকদিন পর মাঠে ফিরেছেন। পিএসএল এবং নিজের আসন্ন সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘পিএসএলে খেলাটা সবসময়ই উপভোগ করি। লিগের শুরু থেকেই আমি এর সঙ্গে যুক্ত ছিলাম, পরে আবার জালমির হয়ে খেলেছি। গত এক দশকে লিগটি যেভাবে এগিয়েছে, সেই অগ্রগতি আমি নিজের চোখে দেখেছি। এখানকার পরিবেশটা অসাধারণ আমাদের জন্য’।
সাকিব বলেন, ‘আমি খেলার জন্য কয়েকটি নতুন চুক্তিতে সই করেছি, তাই আগামী কয়েক মাসে অবশ্যই আরও কয়েকটি লিগে খেলতে দেখা যাবে আমাকে। বিরতির পর মাঠে ফেরা সত্যিই রোমাঞ্চকর, কিন্তু ‘শরীরকে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার হয়। শুরুতে একটু অস্বস্তি অনুভব করছিলাম, তবে প্রথম ম্যাচের পর থেকেই মনে হচ্ছে নিজেকে ভালোভাবে সামলে নিতে পেরেছি।’