ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলকে জো রুট

স্পোর্টস ডেস্ক

(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন

mzamin

প্রায় বছর দেড়েক ধরেই ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটার হিসেবে পরিচিত জো রুট। এবার তিনি পা রাখলেন আরেক নতুন মাইলফলকে। দেশটির প্রথম ও টেস্ট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার বা এর বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন ৩৪ বছর বয়সী এ ইংলিশ ব্যাটার। 
নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারই সেঞ্চুরি করেন। দুই ওপেনার বেন ডাকেট (১৪০), জ্যাক ক্রলি (১২৪) করেন। ইনিংস শেষ করার আগে ব্যাটার ওলি পোপ ছিলেন অপরাজিত ১৬৯ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়ে প্রথম দিন শেষ করে  ইংলিশরা। রানবন্যার এই দিনে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি জো রুট। আউট হয়ে গেছেন ৩৪ রানেই। তবে এরই মধ্যে বড় এক অর্জন নিজের নামের পাশে জুড়ে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।   
এর আগে ১৫৯ টেস্টে ১৩ হাজার রান স্পর্শ করে রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। এবার সেই রেকর্ডটি নিজের করলেন জো রুট। আর রুট এ রেকর্ড করলেন ১৫৩ টেস্টেই। ইংল্যান্ডের প্রথম এবং টেস্ট ক্রিকেটে পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের রেকর্ড গড়েছেন রুট। রুটের আগে ১৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ান রিকি পন্টিং আর ভারতের শচিন টেন্ডুলকার। 
৩৪ বছর বয়সী রুটেরঠিক ওপরে আছেন রাহুল দ্রাবিড়। ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন ভারতীয় গ্রেট। ২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান নিয়ে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৮৭ ইনিংসে করেন ১৩ হাজার ৩৭৮ রান। ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ভারতীয় লিজেন্ড ব্যাটার শচীন টেন্ডুলকার। 
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে অ্যালেস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের রানের চূড়ায় ওঠেন রুট। ২০১২ সালে টেস্টের আঙিনায় পথচলা শুরু করা রুটের সেঞ্চুরি ৩৬টি, এটিও ইংল্যান্ডের রেকর্ড। এখানেও তিনি ছাড়িয়ে যান কুককে (৩৩)। 
তার আগে নামা দলের প্রথম তিন ব্যাটসম্যানই করেন সেঞ্চুরি। দুই ওপেনার বেন ডাকেট (১৪০), জ্যাক ক্রলির (১২৪) পর অলি পোপ দেড়শ ছাড়িয়ে খেলছিলেন রুটের আউট হওয়ার সময়।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status