খেলা
সাকিবের ৪ রানে ১ উইকেট, দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ২:৩৫ অপরাহ্ন

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বৃহস্পতিবার টিম লাহোর কালান্দারসের হয়ে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামেন সাকিব আল হাসান। একাদশে জায়গা করে নিয়েই সাকিব তুলে নেন চার রানে এক উইকেট। এদিন করাচিকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নেয় লাহোর।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে লাহোর। শুরুতে অবশ্য লাহোরের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। করাচি কিংসের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিংয়ের সামনে অনেকটা অসহায়ই লাগছিল শাহিন শাহ আফ্রিদি, সাকিব আল হাসান, সালমান মির্জাদের।
অধিনায়ক ওয়ার্নারের ৮ চার ও ৩ ছয়ে ৫২ বলে খেলা ৭২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রান তোলে করাচি। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাহোর।
এদিন ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই করাচির বোলারদের ওপর চড়াও হন লাহোরের ব্যাটাররা। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফখর জামান যখন আউট হন, ৮.১ ওভারে লাহোরের রান তখন মাত্র ৭৫। ফখর জামানের ২৮ বলে ৪৭ রানের পর আবদুল্লাহ শফিকের ৩৫ বলে ৬৫ রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়েন সাকিবরা।