ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সবাইকে বিক্রি করে দিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টস ডেস্ক

(১০ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৫:১০ অপরাহ্ন

mzamin

ভুলে যাওয়ার মতো এক মৌসুম শেষ করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগে আরেকটু এদিক-সেদিক হলেই অবনমনের লজ্জায় পড়ত রেড ডেভিলরা। ইউরোপা লীগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-০ গোলে শিরোপা খুইয়ে আগামী মৌসুমে খেলা হবে না ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায়। দলের এমন বিধ্বস্ত অবস্থার মধ্যে দুই বৃটিশ ট্যাবলয়েড দ্য সান ও দ্য মিরর-এর খবর, ম্যানচেস্টার ইউনাইটেডের সব খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে ক্লাব কতৃপক্ষ।

এ ব্যাপারে প্রথমে খবর প্রকাশ করে দ্য মিরর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ জায়ান্টদের স্কোয়াডে থাকা সমস্ত খেলোয়াড়কে বিক্রির বিষয়ে উন্মুক্ত থাকবে ক্লাব কতৃপক্ষ। যার অর্থ দাঁড়ায়, ইউনাইটেড স্কোয়াডে এমন কোনো খেলোয়াড় নেই যাকে আগামী মৌসুমেও ধরে রাখতে চায় প্রিমিয়ার লীগের ক্লাবটি। ভালো প্রস্তাব পেলে কাউকে আটকাবে না তারা। ‘সোল্ড ট্রাফোর্ড’ শিরোনামে দ্য সানও জানিয়েছে একই খবর। কতৃপক্ষের এমন ভাবনা মোটেও অপ্রাসঙ্গিক নয়। ১৯৯৩ থেকে ২০১৩’র মধ্যে ১৩ বার প্রিমিয়ার লীগ শিরোপা ঘরে তুলেছে ইউনাইটেড। এই সময়ের মধ্যে তাদের শিরোপা জয়ের তালিকায় তাদের কাছাকাছি শুধু ম্যানচেস্টার সিটি (৮)। এরপর থেকে এক দশকের বেশি সময় ধরে লীগে হতাশাই দেখেছে লিভারপুলের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের সফলতম (২০) দলটি। চলতি মৌসুমে এক ম্যাচ বাকি থাকতে রুবেন আমোরিমের দলের অবস্থান ১৬তম, পরেই রয়েছে ইউরোপা লীগ জয়ী স্পার্স। এরপরই শুরু অবনমন অঞ্চল। এফএ কাপে রেড ডেভিলরা বিদায় নিয়েছে পঞ্চম রাউন্ডে আর লীগ কাপে ফিরতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এমন অবস্থায় ইউরোপা লীগ খুইয়ে সামনের বার ৩৫ বছর পর উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলা হচ্ছে না ইউনাইটেডের। মিররের প্রতিবেদন বলছে, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে জায়গা করতে পারলে ক্লাবের ১০ কোটি পাউন্ডের আশেপাশে আয়ের একটা সম্ভাবনা ছিল। সেখান থেকে সামনের দলবদলে খেলোয়াড় কেনাকাটাও সারা যেত। অন্যদিকে স্যার জিম র্যা টক্লিপ্ট দায়িত্ব নেয়ার পর থেকে পুঁজিবাজারে ক্লাবটির শেয়ার কমে গেছে ৬০ শতাংশের মতো। এমন অবস্থায় নিজেদের কোনো খেলোয়াড়কেই ধরে রাখার কথা ভাবছে না তারা।

আগামী মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের পাইপলাইনে ছিলেন বেশ কয়েকজন খেলোয়াড়, যাদের মধ্যে স্পোর্টিং লিসবনের ভিক্টর গিয়োকেরেস, লাইপজিগের বেঞ্জামিন সেসকো, গ্যালাতাসারাইয়ের ভিক্টর ওশিমন, উল্ভসের ম্যাথিয়াস কুনহা ও ইপসউইচ টাউনের লিয়াপ দেলাপ অন্যতম। এখন আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায়  ইউনাইটেড না থাকায় তারা ওল্ড ট্রাফোর্ডে আসতে আগ্রহ প্রকাশ করে কি না, সেটিই দেখার বিষয়।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status