খেলা
নেইমারের ফেরার দিন বিদায় সান্তোসের, শঙ্কায় নতুন চুক্তি
স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, শনিবার
সিআরবি’র বিপক্ষে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ থাকে গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে চোট জর্জরিত ক্যারিয়ারে আরেকবার প্রত্যাবর্তন করেন নেইমার জুনিয়র। প্রায় পাঁচ সপ্তাহ পর মাঠে ফিরে কিছু ঝলক দেখানো ছাড়া তেমন কিছু করতে পারেননি এই ব্রাজিলিয়ান মহাতারকা। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত হেরে ব্রাজিলিয়ান কাপ থেকে ছিটকে গেছে সান্তোস। ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা এফএ কাপ, স্পেনের কোপা দেল রে’র মতো আসর এই কোপা দো ব্রাজিল। ৯২ দলের অংশগ্রহণে আসরটি হয়ে থাকে নকআউট পদ্ধতিতে। গত ১৬ই এপ্রিল ব্রাজিলিয়ান লীগে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে চোটে পড়ে ছিটকে যান নেইমার। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে সেটি ছিল ব্রাজিল রাজপুত্রের শততম ম্যাচ।
কান্নাভেজা চোখে কার্টে করে মাঠ ছাড়ার পর এদিনই প্রথমবার নামলেন ৩৩ বছর বয়সী তারকা ফুটবলার। পেনাল্টি শুট আউটে প্রথম গোলটি নেইমার করলেও শেষ রক্ষা হয়নি দলের। সান্তোস হেরে যায় ৫-৪ গোলে। চোট কাটিয়ে নিজের ফেরার দিনই বিদায় নেয় দল। ম্যাচের পর নিজের হতাশা প্রকাশ করেন নেইমার। একইসঙ্গে শুধুমাত্র তার ওপর নির্ভর করলে ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি জানি যে আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বাঁ ২৫ মিনিটেই আমি পার্থক্য গড়ে দিতে পারি। আমার সতীর্থদের আমি সহায়তা করতে পারি আমি জানি। অনেক দিন পর এটি ছিল আমার প্রথম ম্যাচ। তবে সবকিছু শুধু আমার ওপরেই নির্ভর করতে পারে না। সবাই জানে যে আমরা কী অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হতে আমাদের সব খেলোয়াড়দের প্রয়োজন।’ সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। চুক্তি নবায়নের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এখনও জানি না।’ অন্যদিকে দলের ছিটকে যাওয়ার দিন অন্য এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নেইমার। তিনি হোটেল ছাড়ার সময় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকা সুরক্ষাবেষ্টনীও ভেঙে যায় নেইমার ভক্তদের হুড়োহুড়িতে। এক পর্যায়ে সেখানে ভক্তদের সঙ্গে হাতও মেলান নেইমার।